...

কনডমের প্রকারভেদ

কনডমের
কনডমের প্রকারভেদ

নিরাপদ যৌনজীবনে কনডমের প্রয়োজনীয়তা অন্যতম৷বাজারে বিভিন্ন রকমের গর্ভনিরোধকের চল রয়েছে৷ কনডমের নানা ফ্লেভারেও রয়েছে ৷ কিন্তু, অনেকেই হয়তো জানে না, এসব কনডমের সুফল৷

ধারণা করা হয়, কনডমের উৎপাদন পণ্যকে বাজারজাত করতেই এই সমস্ত চটক দিয়ে থাকে বাস্তবে কিন্তু তা নয়৷

বিশেষজ্ঞদের মতে, বাজারে যে সমস্ত কন্ডম পাওয়া যায় তার প্রত্যেক পৃথক সুফল রয়েছে৷ সবটাই কিন্তু চটক নয় এক্কেবারে৷ কনডমের রকমফেরে পৃথক সুখানুভূতি রয়েছে৷ তেমন ১০ রকমের কন্ডম সম্পর্কে নিচে দেয়া হলো।

১. রিবস : এই জাতীয় কনডমের আউটার লেয়ারে রিবস থাকে৷ মহিলাদের স্টিমুলেশন বাড়ায় এই রিবস৷ ফলে, মহিলাদের orgasm তাড়াতাড়ি হয়৷ তাই, যৌনমিলনের চরম শিখরে পৌঁছতে এর জুড়ি মেলা ভার৷

২. লং লাস্টিং : নামেই স্পষ্ট যে এই ধরনের কনডমের মহিমা৷ অনেকেই শীঘ্রপতনের সমস্যায় ভোগেন৷ তাদের জন্য এই কন্ডম আদর্শ। কনডমের মাথায় এক ধরনের সলিউশন লাগানো থাকে৷ যা পুরুষাঙ্গকে কিছুক্ষণের জন্য অবশ করে দেয়৷ স্বাভাবিকভাবেই এরফলে অর্গাজম হতে সময় লাগে৷

৩. আন ফ্লেভারড : এই ধরনের কন্ডম সবচেয়ে জনপ্রিয়৷ অধিকাংশরাই নিরাপদ যৌনমিলনের জন্য এই বিশেষ ধরনের কনডমের ব্যবহার করে থাকেন৷ কিন্তু এই ধরনের কনডমের সংরক্ষণের পদ্ধতিটা জেনে নেওয়াটা খুবই সরকার৷ এটি ব্যবহার করার আগে অবশ্যই মেয়াদ যাচাই করে নেবেন৷ তা না হলে বিপদে পড়তে হতে পারে৷

পড়ুন  মেয়েদের প্রস্রাবে জ্বালাপোড়া হলে কী করবেন?

৪. অ্যালো ভেরা : আমরা ভাল করেই জানি যে অ্যালো ভেরার অনেক রকমের গুণ আছে৷ ভাবছেন কনডমের সঙ্গে অ্যালো ভেরার সম্পর্কটা কোথায়? যদি কখনও এক টুকরো অ্যালো ভেরা কাটেন, তবে দেখতে পাবেন জেলির মতো পিচ্ছিল পদার্থ বেরুচ্ছে। তাই ন্যাচারল লুব্রিকেন্ট পেতে চাইলে এই কন্ডম ব্যবহার করুন ।

Loading...

৫. ফ্লেভারড : কনডমের ফ্লেভারড বিভিন্ন ধরনের পাওয়া যায়৷ ভ্যানিলা, স্ট্রবেরি, চকোলেট, বাবল গাম, কফি যা চাইবেন তাই পাবেন৷ এই ধরনের কনডমওরাল সেক্সের সময় STD বা sexually transmitted disease-এর আশঙ্কা অনেকটাই কমিয়ে দেয়৷

কনডম কি? What is Condom?

৬. ডটেড : এই জাতীয় কন্ডমের গায়ে ছোট ছোট ডট থাকে৷ অন্য ধরনের অভিজ্ঞতা পেতে চাইলে, এই ধরনের কনডম আদর্শ৷ বেশিরভাগ কন্ডমেই লুব্রিকেন্ট থাকে৷ তার সঙ্গে ডট থাকায় মিলন হয়ে ওঠে একেবারে মধুর৷

৭. আলট্রা থিন : অধিকাংশ পুরুষ কনডম ব্যবহার করতে পছন্দ করেন৷ তারা মনে করেন কন্ডমের কারণে স্বাভাবিক সুখানুভূতি পাওয়া যায় না । তাদের জন্য রয়েছে আলট্রা থিন কন্ডম৷ এই কন্ডম খুব পাতলা হয়৷ একেবারে ‘সুপার থিন’৷ যাতে মনে হবে ‘ন্যাচরাল ফিল’ পাচ্ছেন৷

পড়ুন  মিলনে তীব্র ইচ্ছা থাকা সত্ত্বেও ব্যর্থ হচ্ছেন মেয়েরা। কিন্তু কেন, ভ্যাজাইনিমাস নয়তো?

৮. বিগ হেড : অধিকাংশ কন্ডোম মোটামুটি সবাইকে ফিট করে৷ কিছু পুরুষ আছেন যাদের বড় সাইজ চাই। তাদের কথা মাথায় রেখে এই ধরনের কন্ডম বাজারে পাওয়া যায়৷ ভুল সাইজের কন্ডম ব্যবহার করা বন্ধ করা উচিত৷ কারণ, প্রয়োজনের তুলনায় ছোট সাইজের কন্ডম সহজেই ছিঁড়ে যেতে পারে৷ অজান্তেই ডেকে আনতে পারে বিপদ৷

৯. এক্সট্রা লুব্রিকেটেড : বহু মহিলা ড্রাই ভার্জিনার সমস্যায় ভোগেন৷ এই সমস্ত মহিলাদের এক্সট্রা লুব্রিকেটেড কনডম একেবারে আদর্শ৷ এই জাতীয় কন্ডমে নর্মাল কনডমের তুলনায় দু’গুণ বেশি লুব্রিকেন্ট দেওয়া থাকে৷ ফলে ঘর্ষণজনিত ব্যাথা কম হয়৷ পেইন ফ্রি সেক্স উপভোগ করা যায়।

সেক্স এর সময় কনডম ফেঁটে গেলে কি করবেন?

১০. ওয়ার্ম : ওয়ার্ম এবং স্টেমি সেক্সের জন্য এই বিশেষ ধরনের কন্ডম৷ এই কন্ডমে ওয়ার্মিং এজেন্ট দিয়ে লুব্রিকেট করা হয়৷ ফলে, ব্যবহাকারীরা সহজেই আভাস পাবেন৷

আপনি এবার আপনার পছন্দ এবং প্রয়োজনমতো কনডমকে বেছে নিতে পারেন৷ অনুভব করতে পারেন যৌনমিলনের প্রকৃত সুখানুভূতি৷

আপনার যে কোন স্বাস্থ্য বিষয়ক তথ্যের জানান দিতে আপনার ডক্টর রয়েছে আপনার পাশে।জীবনকে সুস্থ্য, সুন্দর ও সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করুন আপনার ডক্টর health সাইটে।মনে না থাকলে আপনি সাইট আপনার ব্রাউজারে সেভ করে রাখুন।ধন্যবাদ

ফেসবুক কমেন্ট

comments

About সাদিয়া প্রভা

সাদিয়া প্রভা , ইন্ডিয়ার Apex Group of Institutions এর BBA এর ছাত্রী ছিলাম। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিয়সক তথ্য নিয়ে লেখালেখি করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.