
১৪ ই ফেব্রুয়ারী ভালোবাসা দিবসে প্রিয় মানুষটিকে কিছু দেওয়ার গুরুত্ব এবং অনুভুতিটা অন্যরকম।যুগ যুগ ধরে এই দিনে কিছু দেওয়া নেওয়া হয়ে আসছে। বিশেষ করে এনভেলাপ এর দিকটা বেশি। ইন্টারনেটের যুগ যদিও এটার প্রচলন কম তবে এখনো অনেকে আছেন যারা ভালোবাসা দিবসে চিঠি বা কার্ড বিনিমিয় করে। সামনে সেই ভেলেনটাইন ডে তাই আমরা আজ আপনাদের কীভাবে তৈরী করবেন ভ্যালেন্টাইন এনভেলাপ ?, যাতে পুরে প্রিয় মানুষটিকে পৌঁছে দিতে পারেন মনের যত না বলা কথা।
Loading...
উপকরণ সমূহ:
১। কাগজ
২।আইকা বা গ্লু ও
৩। কাঁচি
পছন্দমত কাগজ নিন।তবে অবশ্যই পুরু এনভেলাপ কাগজ নিবেন।চিত্র লক্ষ্য করুন। কাগজটিকে স্কয়ার আকৃতিতে কাটুন।
আবার চিত্র লক্ষ্য করুন।চিত্রে যেমনভাবে দেওয়া আছে ঠিক সেইভাবে ভাঁজ দিন। ১ হতে ৯ নাম্বার চিত্রগুলোর ন্যায় সঠিকভাবে সম্পন্ন করতে পারলে হয়ে যাবে সুদৃশ্য এনভেলাপ। এবার আপনার ইচ্ছামত এনভেলাপটি কারুকর্জ করে নিন।
আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোন সমস্যার জন্য এখানে কমেন্ট করে জানান।তাছাড়া অপনারা কোন ধরণের পোষ্ট চান তাও জানাতে ভুলবেন না।ধন্যবাদ
Loading...