...

সত্যিকারের বন্ধু চেনার ৪ টি লক্ষণ

বন্ধু
সত্যিকারের বন্ধু চেনার ৪ টি লক্ষণ

বন্ধুত্বের সম্পর্ক এমন একটি সম্পর্ক যা রক্তের বন্ধনে তৈরি হয় না। অন্য কেউ আমাদের জন্য বন্ধু নির্বাচন করে দেন না, আমরা নিজেরাই বন্ধুত্বের সম্পর্ক গড়ে নিই। জীবনের সকল ধরণের বিষয় নিয়েই আমরা বন্ধুদের সাথে আলোচনা করে থাকি। এমন সব বিষয় নিয়ে কথা বলি যা হয় পরিবার বা নিজের পছন্দের মানুষটির সাথেও শেয়ার করতে পারি না। যার অন্তত একজন ভালো বন্ধু নেই তার মতো একাকী মানুষ আসলেই পৃথিবীতে দ্বিতীয়জন নেই। কিন্তু আপনি যাকে সবচাইতে ভালো বন্ধু হিসেবে চেনেন তিনি কি সত্যিই আপনার ভালো বন্ধু, নাকি তিনি ভালো বন্ধুর মুখোশে সুসময়ের বন্ধু মাত্র? চিন্তায় পড়ে গেলেন? তাহলে জেনে নিন এমন কিছু ব্যাপার যা নকল বন্ধুদের মুখোশ খুলে দেবে আপনার সামনে।
১) আপনার হ্যাঁ এর সাথে হ্যাঁ মেলানো বন্ধু কিন্তু আপনার সত্যিকারের বন্ধু নয়। আপনি যা কিছুই বলেন বা যা কিছুই করেন না কেন তার কাছ থেকে দ্বিতীয় কোনো রায় না পেলেই যদি আপনি মনে করেন তিনিই আপনাকে অনেক বেশি বোঝেন এবং তিনিই আপনার সবচাইতে ভালো বন্ধু তাহলে আপনি ভুল বুঝছেন। কারণ, ভালো বন্ধু তিনিই যিনি আপনার ভুল ভ্রান্তি আপনার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবেন।

Loading...
পড়ুন  কী কারণে মেয়েরা বিয়ের পর মোটা হয়ে যায়?

২) আপনি ভুল পথে এগুচ্ছেন যা আপনি নিজে হয়তো বুঝতে পারছেন না, কিন্তু আপনার পরিবার বা বন্ধু বান্ধব ঠিকই বুঝতে পারছেন, এই সময়ে যিনি নিজে এগিয়ে এসে আপনার সাথে ঝগড়া করে হলেও আপনাকে সে পথ থেকে সরিয়ে আনবেন তিনিই সত্যিকার অর্থে আপনার বন্ধু। হয়তো তাৎক্ষণিকভাবে আপনার কাছে তাকে নিজের শত্রু মনে হতে পারে কিন্তু তিনি তার তোয়াক্কা করবেন না, কারণ তিনি কখনোই আপনার খারাপ হোক তা চাইবেন না। আর অন্যেরা কিন্তু এই পদক্ষেপ নেবেন না, কারণ আপনার ভালো হোক বা খারাপ তাতে তাদের কিছুই যায় আসে না।
৩) যদি আপনার নামে কেউ আপনার বন্ধুটির কাছে এসে বদনাম করেন এবং তিনি আপনাকে বলেন যে সে আপনার নামে বাজে কথা বলেছেন, এমন বন্ধুকে ভালো বন্ধু ভেবে খুশি হয়ে যাবেন না। কারণ, যারা সত্যিকারের বন্ধু তারা আপনার নামে বাজে কথা শুনে চুপ করে থাকবেন না এবং তার কথা আপনাকে এসে বলবেন না একেবারেই। আপনার সত্যিকারের বন্ধুটি তখনই প্রতিবাদ করবেন। এবং আরেকটি বিষয় মনে রাখবেন, কখনোই আপনার শত্রুরা আপনার ভালো কোনো বন্ধুর কাছে এসে আপনার নামে বদনাম করবে না, কারণ তারা খুব ভালো করেই জানেন আপনাদের বন্ধুত্ব মজবুত।
৪) ফেসবুকে ইনবক্স করতে পারেন অনেকেই, কিন্তু গুণে দেখুন আপনাকে দিনে আপনার কোন বন্ধুগুলো ঠিক কি কারণে ফোন দিয়েছেন? ইদানীং হয়তো ফেসবুকের কল্যাণে ফোনে কথা বলা কমেই গিয়েছে, কিন্তু তারপরও সত্যিকারের বন্ধুরা ফেসবুকে নিজের বন্ধুকে না দেখলে অন্তত ফোন দিয়ে খোঁজ নিয়ে থাকেন নিজের কোনো দরকার ছাড়াও। এছাড়াও আরেকটি মজার ব্যাপার লক্ষ্য করুন। ফেসবুকে আপনার জন্মদিনের নোটিফিকেশন দেখে নয়, সাধারণভাবে আপনার জন্মদিন কয়টি বন্ধু মনে রেখেছেন। তাহলেই বুঝে যাবেন অনেক কিছুই।

পড়ুন  কিভাবে স্ত্রীকে ভালোবাসবেন ?

আপনার যে কোন স্বাস্থ্য বিষয়ক তথ্যের জানান দিতে আপনার ডক্টর রয়েছে আপনার পাশে।জীবনকে সুস্থ্য, সুন্দর ও সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করুন আপনার ডক্টর health সাইটে।মনে না থাকলে আপনি সাইট আপনার ব্রাউজারে সেভ করে রাখুন।ধন্যবাদ
সূত্র: প্রিয় লাইফ

ফেসবুক কমেন্ট

comments

About সাদিয়া প্রভা

সাদিয়া প্রভা , ইন্ডিয়ার Apex Group of Institutions এর BBA এর ছাত্রী ছিলাম। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিয়সক তথ্য নিয়ে লেখালেখি করি।

5 comments

  1. Sofiqul islam

    হস্ত মৈথুন করার ফলে বিয্র কমে গেছে| কত দিন হস্ত মৈথুন না করলে পরিপূর্ন বিয্রবান হওয়া যাবে ?

    • হস্তমৈথুন ছেড়ে দিন আর পুষ্টিকর খাবার খান।সকালে ঠান্ডা পানি দিয়ে গোসল করুন। আশাকরি দ্রুত ভালো ফলাফল পাবেন।

  2. hmm…..100% dhik vai.

  3. আপনাদের এই পেজটি অনেক ঙ্গান সমপূন্য তাই আমি জানার চাইব কি ভাবে হৃদয় থেকে ভালবাসা দূর করা জায় এ বিষয় যদি কিছু বলতেন?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.