দূষিত পরিবেশ, স্ট্রেসে ভরা জীবন, পুষ্টির অভাব সব মিলিয়ে সৌন্দর্যহানি আজকাল বেশিরভাগ নারীর সমস্যা। চুল (hair) দ্রুত লম্বা করতে চান খুব দ্রুত? তাহলে বেছে নিন ফলের গুণাগুণ। শিখে নিন কলা ও কমলা দিয়ে খুব সহজ দুটি হেয়ার প্যাক (hair pack) তৈরির কৌশল, নিয়মিত ব্যবহারে যা আপনার চুলকে করে তুলবে দীঘল ও কালো।
চুল যেন বাড়তেই চায় না, আজকাল এই অভিযোগ অনেকেরই! দূষিত পরিবেশ, স্ট্রেসে ভরা জীবন, পুষ্টির অভাব সব মিলিয়ে সৌন্দর্যহানি আজকাল বেশিরভাগ নারীর সমস্যা। চুল (hair) দ্রুত লম্বা করতে চান খুব দ্রুত? তাহলে বেছে নিন ফলের গুণাগুণ। শিখে নিন কলা ও কমলা দিয়ে খুব সহজ দুটি হেয়ার প্যাক (hair pack) তৈরির কৌশল, নিয়মিত ব্যবহারে যা আপনার চুলকে (hair) করে তুলবে দীঘল ও কালো।
চুলের জন্য উপকারী কলা
কলা কেবল চুলকে (hair) লম্বাই করবে না, একই সাথে করে তুলবে নরম ও মোলায়েম। সপ্তাহে অন্তত দুদিন কলার হেয়ার প্যাক (hair pack) ব্যবহার করুন। যা যা লাগবে-
২টি চটকে নেয়া কলা, ১টি ডিমের কুসুম, ১ চা চামচ পাতি লেবুর রস যেভাবে ব্যবহার করবেন-
-তিনটি উপাদান ভালো করে মিশিয়ে প্যাক তৈরি করে নিন।
-এই প্যাক ভালো করে মাথার ত্বকে ও চুলে (hair) মাখুন।
-একটি প্লাস্টিক দিয়ে মাথা মুড়ে ফেলুন। তাঁর ওপরে একটি তোয়ালে পেঁচিয়ে দিন।
-এভাবে রাখুন ১ ঘণ্টা। এরপর ভালো করে পানি দিয়ে ধুয়ে ফেলুন।
কমলাও লম্বা করবে চুল!
কলার মত কমলার রসও চুল লম্বা করার প্যাক হিসাবে দারুণ উপকারী। কলা বা কমলার প্যাক থেকে যে কোন একটি বেছে নিন, ব্যবহারের করুন সপ্তাহে দুদিন। চাইলে সপ্তাহে একদিন কলা ও একদিন কমলা ব্যবহার করতে পারেন। যা যা লাগবে- কমলার রস ১ কাপ টক দই ১ কাপ যেভাবে ব্যবহার করবেন-
-উপাদান দুটি ভালো করে মিশিয়ে প্যাক তৈরি করে নিন।
-এই প্যাক ভালো করে মাথার ত্বকে ও চুলে(hair) মাখুন।
-একটি প্লাস্টিক দিয়ে মাথা মুড়ে ফেলুন। তাঁর ওপরে একটি তোয়ালে পেঁচিয়ে দিন।
-এভাবে রাখুন ১ ঘণ্টা। এরপর ভালো করে পানি দিয়ে ধুয়ে ফেলুন।