তেজপাতা (Cinnamomum tamala) এক প্রকারের উদ্ভিদ, যার পাতা মসলা হিসাবে রান্নায় ব্যবহার করা হয়। এর বৈজ্ঞানিক নামঃ Cinnamomum tamala। এই গাছটি মূলত ভারত,নেপাল,ভুটান ও চীনের।গাছটি ২০ মি (৬৬ ফু) মিটারের বেশি লম্বা হতে পারে
দাত হলদে হলে মুখের সৌন্দর্যই নষ্ট হয়ে যায়। ঝকঝকে সুস্থ দাত ব্যক্তিত্বের প্রতিক। দাত সাদা করার অনেক গুলো প্রাকৃতিক উপায় রয়েছে। আসুন জেনে নেই কিছু ঘরোয়া পদ্ধতি।
হলদে দাঁত সাদা করতে দারুন কাজ করে থাকে তেজপাতা (Cinnamomum tamala) । তেজপাতা কমলালেবু বা লেবুর খোসা মিশিয়ে মাজন বানিয়ে ব্যবহার করুন। দেখবেন কিছু দিনের ভিতরেই দাত ঝক ঝকে সাদা হয়ে গেছে।
এখন দেখে নিন তেজপাতায় (Cinnamomum tamala) কিভাবে দাত সাদা করবেন। এই মাজন তৈরি করতে লাগছে
৪টি তেজপাতা
লেবু অথবা কমলা লেবুর খোসা
৩টি লবঙ্গ (যদি মাড়িতে ব্যথা বা মুখে গন্ধ থাকে)
মাজন তৈরি করার পদ্ধতি
প্রথমে তেজপাতা (Cinnamomum tamala) গুড়ো করে নিনি। কিছু সময় কড়াইয়ে দিয়ে নারাচাড়া করে কুড়কুড়ে করে নিতে পারেন। তাহলে ভালো গুড়ো হবে।
এবার কমলা লেবু বা লেবুর খোসা শুখিয়ে নিন
লবঙ্গের সাথে একটি লবন দিয়ে তার ভিতর লেবুর খোসা দিয়ে গুড়ো করে ফেলিন।
সকল উপাদান এক সাথে ভালো করে মিশিয়ে নিন।
এই মাজন দিয়ে নিয়মিত দাত মাজুন। দেখবেন অল্প কিছু দিনের মধ্যেই আপনার দাত ঝকঝকে সাদা হয়ে গিয়েছে।