...

স্বাভাবিক বীর্যস্থলনে প্রতিবার বীর্যের পরিমান কতটুকু হয়?

বীর্য শুধুমাত্র পুরুষের প্রজননতন্ত্র থেকে নির্গত হয়। নারীর বীর্য বলে কোন কিছু নেই। নারীর কখনো বীর্য নির্গত হয়না। তবে যেহেতু নারীর যৌনাঙ্গ এবং মুত্রথলি খুব কাছাকছি অবস্থিত এবং মিলনকালে মুত্রথলিতে যথেষ্ট চাপ পড়ে তাই মিলনে পুর্নতৃপ্তিতে শেষের দিকে সামান্য পরিমান প্রস্রাব বেরিয়ে যেতে পারে যাকে পুরুষ/নারী অজ্ঞতাবশত বীর্য বলে ধরে নেন।

বীর্যের

স্বাভাবিক বীর্যস্থলনে প্রতিবার বীর্যের পরিমান কতটুকু হয়?

বীর্য কি?

বীর্য হল অসচ্ছ, সাদা রঙের শাররীক তরল যা বীর্যস্থলনের সময় পুংলিঙ্গের ভিতর দিয়ে প্রবাহিত মুত্রনালীর মাধ্যমে শরীর থেকে বাহিরে নির্গত হয়। বীর্যের বেশি অংশ যৌন অনুভুতির সময় পুরুষ প্রজননতন্ত্রের ক্ষরন/নিঃসরন হতে সৃষ্ট। দ্রুত বীর্যপাতের সমাধান জেনে নিন

৬৫% বীর্য-তরল ধাতুগত গুটিকা (seminal vesicles) দ্বারা উৎপাদিত।
৩০% থেকে ৩৫% মূত্রস্থলীর গ্রীবা সংলগ্ন গ্রন্থিবিশেষ থেকে সরবরাহকৃত।
৫% শুক্রাশয় এবং অন্ডকোষের epididymes নামক অংশ হতে।

দ্রুত বীর্যপাত বা প্রি-ম্যাচিউর ইজাকুলেন : কি? কেন?

Loading...

স্বাভাবিক বীর্যস্থলনে প্রতিবার বীর্যের পরিমান কতটুকু হয়?

• ২০-৩০ বছর বয়সী পুরুষের বীর্যস্থলনে বীর্যের পরিমান প্রায় ৪ মিঃলিঃ।

পড়ুন  যৌনমিলনের সঠিক সময় ব্যপ্তি ভুল ধারনা ০৩

• ৩০-৫০ বছর বয়সী পুরুষের বীর্যস্থলনে বীর্যের পরিমান প্রায় ৩.৫ মিঃলিঃ।

• ৫০-৭০ বছর বয়সী পুরুষের বীর্যস্থলনে বীর্যের পরিমান প্রায় ২ মিঃলিঃ।

• ৭০ উর্দ্ধ পুরুষের বীর্যস্থলনে বীর্যের পরিমান ১ মিঃলিঃ এর মত।

• উপরে প্রদত্ত তথ্যগুলো “হিউম্যান রি- প্রোডাকশান” জার্নাল এর ২০০৩ এর ইস্যু ১৮ এর ৪৪৭-৫৪ নাম্বার পৃষ্ঠায় মুদ্রিত। প্রত্যেক বয়স সীমার পুরুষের মধ্যে অনেকে উল্ল্যেখিত মাত্রার চেয়ে অনেক বেশি কিংবা অনেক কম মাত্রায় বীর্য উৎপন্ন করতে পারেন হয়তো।

স্বামীর আগে স্ত্রীর বীর্যপাত ঘটানোর উপায় জেনে নিন

শালীন ভাষা দিয়ে যৌন বিষয়ক শিক্ষা সবার মাঝে পৌছে দেওয়াই আপনার ডক্টরের মুল লক্ষ্য।

আপনার ডক্টর হেল্থ সাইটে কোন প্রকার অশ্লীল আর্টিকেল দেওয়া হয় না। মূলত যৌন জীবনকে সুস্থ্য, সুন্দর ও সুখময় করে তোলার জন্য জানা অজানা অনেক কিছু তুলে ধরা হয়।এরপরও আপনাদের কোর প্রকার অভিযোগ থাকলে Contact Us মেনুতে আপনার অভিযোগ জানাতে পারেন, আমরা আপনাদের অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনা করব। ধণ্যবাদ আপনার ডক্টর হেল্থ সাইটের সাথে থাকার জন্য।

ফেসবুক কমেন্ট

comments

About সাদিয়া প্রভা

সাদিয়া প্রভা , ইন্ডিয়ার Apex Group of Institutions এর BBA এর ছাত্রী ছিলাম। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিয়সক তথ্য নিয়ে লেখালেখি করি।

4 comments

  1. sir ami last 2year dhore hosthomoithun kr6i..age amr birjo basi beroto bt ai kodin amr birjo khub kom beroche… r karon ta ki??? pls r theke bachar upai bolun..??? aim khub tenson a a6i… pls sir help me pls

    • হস্তমৈথুন থেকে রেহাই পেতে এই https://aponardoctor.com/archives/290 পোষ্টটি দেখুন। আর ভালো ভালো খাবার খান। ইুসুবগুলের ভুষি খান দেখবেন বীর্য গাড় ও পরিমাণে বাড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.