...

ক্যান্সারের লক্ষণ বুঝার ১১ টি উপসর্গ

ক্যান্সারের লক্ষণ বুঝার ১১ টি উপসর্গ
ক্যান্সারের লক্ষণ বুঝার ১১ টি উপসর্গ

আজকাল রোগের কোন শেষ নেই।দিন যাচ্ছে অর নতুন নতুন রোগের উৎপত্তি হচ্ছে।অনেক প্রকার common diseases এর ভিতর যেমন উচ্চরক্তচাপ,ডায়াবেটিস,হৃদরোগ ইত্যাদি।ক্যান্সার একটি ভয়াবহ রোগ যার নির্দিষ্ট কোন কারণ নেই।বহু ধরণের ক্যান্সার আছে। ক্রমাগত কাশি কিংবা দেহে এমন কোনো কালশিটে যা যাচ্ছেই না অথবা নির্দিষ্ট কোনো কারণ ছাড়াই দ্রুত ওজন কমতে থাকা ইত্যাদি আসন্ন ক্যান্সারের লক্ষণ হতে পারে বা এমনও হতে পারে যে এর মধ্যেই মরণব্যাধিটি বাসা বেঁধেছে আপনার দেহে। তাই আপাতদৃষ্টিতে বিরক্তিকর কিংবা গুরুত্ব দেয়ার কিছু নেই, এমন বিষয়ও এড়িয়ে যাওয়া উচিত নয় যদি সুস্থ থাকতে চান।

জেনে নিন এ ধরনেরই ১০টি লক্ষণ, যেগুলোকে এতদিন গুরুত্ব না দিলেও এখন থেকে দিতে হবে বলে বলছেন খোদ চিকিৎসাবিজ্ঞান।

Loading...

১। প্রতিনিয়ম কাশি, কর্কশ কণ্ঠ ফুসফুস লক্ষণ।
২। ত্বকের আচিলের যদি পরিবর্তন ঘটে, তবে অনেক সময় সেটি চামড়ার ক্যান্সারের রূফ হতে পারে।
৩। যখন তখন মল বা মূত্র ত্যাগ অথ্যাৎ কোন ধারাবহিকতা থাকে না।
৪। কোন ক্ষতি যদি সহজে না সারে, যেমন মুখের অনেক দিনের মুখের ঘা হতে পারে মুখে ক্যান্সারের লক্ষণ।
৫। যদি খাবার স্ববাবিকভাবে খেতে কষ্ট হয় এবং দিন দিন এই সমস্যা বাড়তে থাকে, তবে সেটি হতে পারে খাদ্যনালীর ক্যান্সার।
৬। দিন দিন অকারণে ওজন হ্রাস হতে পারে বিভিন্ন থরণেরর ক্যান্সারের লক্ষণ।
৭। অনিয়মিতভাবে মূত্র থ্যাগ হতে পারে মূত্রথলির ক্যান্সার।
৮। অকারণে শরীরের কোন অংশের মাংস বেড়ে যাওয়া বা ফোড়ারমত গজানো হতে পারে অনেক ধরনের ক্যান্সারের কারণ।
৯। কোন রকম কারণ ছাড়া দেহের যেকোন অঙ্গে ব্যাথা অনুভব করাও ক্যান্সারের কারণ।
১০। কারণ ছাড়াই রক্তপাত অন্ত্রেরের ক্যান্সারের লক্ষণ।তাছাড়া নারীদের জরায়ু কিংবা ঘাড়সহ অন্যান যেকোনো ক্যান্সারের অন্যতম লক্ষণ।কোথা থেকে রক্তপাত এটা মূলত তার উপর নির্ভর করে।

পড়ুন  ওভারিয়ান ক্যান্সারের লক্ষণসমূহ....

উপরোক্ত কারণগুলো কোন একটা দেখা দিলে দেরি না করে খুব দ্রুত ডাক্তারের পরামর্শ নিন।

আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোন সমস্যার জন্য এখানে কমেন্ট করে জানান।তাছাড়া অপনারা কোন ধরণের পোষ্ট চান তাও জানাতে ভুলবেন না।ধন্যবাদ

ফেসবুক কমেন্ট

comments

About সাদিয়া প্রভা

সাদিয়া প্রভা , ইন্ডিয়ার Apex Group of Institutions এর BBA এর ছাত্রী ছিলাম। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিয়সক তথ্য নিয়ে লেখালেখি করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.