cool hit counter

আমাশয় হলে করণীয় কী?

প্রশ্নঃ আমাশয় কী কারণে হয়, আমাশয় হলে করণীয় কী?

উত্তরঃ উদরাময় ও তার সঙ্গে পেটের ব্যথাসহ অল্প অল্প মল, রক্ত, আম বা আম রক্ত ও পুঁজ বার বার বের হতে থাকলেই তাকে আমাশয় বলা হয়।

আমাশয়

আমাশয় হচ্ছে একটি ইন্টেসটেনাইল প্রদাহ যা আমাদের কোলনে হয়ে থাকে। Dysentery তে আক্রান্ত রোগী মারাত্মক ডাইরিয়ায় ভুগতে পারে সাথে মিউকাস ও রক্ত থাকতে পারে।এছাড়া রুগীর তল পেটে প্রচণ্ড ব্যাথা অনুভূত হয়। যদি আক্রান্ত ব্যক্তি যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে তবে তার জীবন ঝুঁকিতে পড়তে পারে। এমনকি দীর্ঘদিনের আমাশয় বিভিন্ন জটিলতারও সৃষ্টি করতে পারে।

আধুনিক চিকিৎসা বিজ্ঞানে আমাশয় সাধারণত ২ ধরনের হয়ে থাকে।
১. এমিবিক আমাশয় (Amoebic Dysentery)
২. বাসিলারী (Bacillary Dysentery)
বিস্তারিত জানুন নিচের পোস্টগুলো পড়ে। ধন্যবাদ

আমাশয় হলে যা যা করতে হবে :

– বাসী ও পচা খাবার খাওয়া যাবে না

– সবসময় পরিস্কার পরিচ্ছিন্ন থাকতে হবে

– টয়লেটের পরিবেশ উন্নত করতে হবে বা স্বাস্থ্যসম্মত স্যানেটারি ব্যবস্থা করতে হবে

– প্রতিবার খাবার আগে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে

– টয়লেট থেকে ফিরে সাবান ব্যবহার করতে হবে

– যারা পাবলিক যানবাহনে চলাফেরা করেন তারা অফিসে গিয়ে এবং অফিস থেকে বাসায় ফিয়ে অবশ্যই সাবান দিয়ে হাত মুখ ধুয়ে নেবেন

– বাইরের খাবার এড়িয়ে যাওয়া ভাল, কিন্তু বাইরের পানি অবশ্যই খাওয়া যাবে না।

এছাড়াও যদি আমাশয় ভালো না হয় তাহলে অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসকের পরামর্শ নিন এবং চিকিৎসকের দেয়া পথ্য ব্যবহার করুন। ধন্যবাদ

ফেসবুক কমেন্ট

comments

পড়ুন  এসিডিটি কে জানান গুডবাই

About সাদিয়া প্রভা

সাদিয়া প্রভা , ইন্ডিয়ার Apex Group of Institutions এর BBA এর ছাত্রী ছিলাম। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিয়সক তথ্য নিয়ে লেখালেখি করি।