cool hit counter

আমার প্রায়শই জ্বরঠোসা হয়, সর্দি লেগেই থাকে, এর সমাধান কী?

প্রশ্নঃ আমার প্রায়শই জ্বরঠোসা হয়। এর কারণে আমার খুব অসহ্য লাগে। সর্দি লেগেই থাকে। নিঃশ্বাস নিতে কষ্ট হয়। আর এগুলো সারা বছর ধরে চলতে থাকে। এখন আমি কী করব?

জ্বরঠোসা

জ্বরঠোসা থেকে মুক্তির উপায়

উত্তরঃ ভিটামিন সি এর অভাবে জ্বরঠোসার সমস্যাটি হতে পারে। এক্ষেত্রে ভিটামিন সি জাতীয় খাবার বেশি করে খান। আর প্রায়ই ঠান্ডা সর্দি জ্বর এর জন্য একজন ভালো ডাক্তার দেখিয়ে পরীক্ষা করিয়ে নিন। ধন্যবাদ

জ্বরঠোসার লক্ষণগুলো কী?

জ্বরঠোসায় আক্রান্ত ব্যাক্তিদের মধ্যে সাধারণত নিম্নলিখিত লক্ষনগুলো দেখতে পাওয়া যায়

ত্বকে লাল লাল ফুসকুড়ির(skin rash) সৃষ্টি হয়
ঠোটে কালশিটে দেখা যায়
মুখের আলসার হতে পারে
জ্বর
ঠোট ফুলে যায়
ত্বকে ক্ষতের সৃষ্টি হয়
গলা ব্যথা হয়
যোনিতে চুলকানি ভাব দেখা দেয়
যোনি স্রাব হয়
ত্বকে চুলকানি হয়
ত্বক ফুলে যায়
হাতে পায়ে পানি আসে

লিখেছেন :
ফারজানা রিংকী

ফেসবুক কমেন্ট

comments

পড়ুন  নখের হলদে ভাব দূর করুন ৫ টি ঘরোয়া উপায়ে

About সাদিয়া প্রভা

সাদিয়া প্রভা , ইন্ডিয়ার Apex Group of Institutions এর BBA এর ছাত্রী ছিলাম। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিয়সক তথ্য নিয়ে লেখালেখি করি।