cool hit counter

আইপিল খাওয়ার পরে কি ঋতুস্রাব হয়?

প্রশ্নঃ আইপিল খাওয়ার পর কি ঋতুস্রাব হয়?

আইপিল

উত্তরঃ আইপিল খাওয়ার পর ঋতুস্রাব  বন্ধ হবে না তবে পরবর্তী পিরিয়ডের ডেট একটু পিছিয়ে যেতে পারে। তবে এই নিয়ে ঘাবরে যাওয়ার কিছু নেই।

তবে পিল খাওয়ার আগে নিচের বিষয়গুলো সম্পর্কে জেনে নিন

প্রেগনেন্সি রোধ করতে আইপিল তো খেতে হয়। আই–পিল খাওয়ার সময়ও বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়। তবে জেনে নিন এমার্জেন্সি পিল খাওয়ার কিছু ভাল, মন্দ––
১। এমার্জেন্সি অবস্থায়, আকস্মিক দূর্ঘটনার সময় যদি এই পিল খাওয়া যায় কয়েক ঘন্টার মধ্যে, তবে বিপদের আশঙ্কা এসে ঠেকে তলানিতে।
২। প্রচুর পরিমানে প্রজেস্টেরন থাকলেও কারও কারও ক্ষেত্রে সামান্য বমি, মাথা ব্যাথা, ঝিমঝিম , পেট ফাঁপা । কখনও কখনও সামান্য ব্লিডিং ছাড়া আর কোনও সমস্যা হয় না।
৩। নিয়মিত খেলে, এর অপব্যবহার হলে ভবিষ্যতে গলব্লাডারে পাথর ও ব্রেস্ট ক্যান্সারের ব্যাপারে একটু সজাগ থাকা দরকার।
৪। পিল খাওয়ার পর, পরবর্তী পিরিয়ডের ডেট একটু পিছিয়ে যেতে পারে। তবে এই নিয়ে ঘাবরে যাওয়ার কিছু নেই।

আইপিল যখন খাবেন না––
১। কখনও হার্ট অ্যাটাক, বা স্ট্রোক হলে।
২। জন্ডিস, লিভারের কোনও রোগ থাকলে তবে খাবেন না পিল।

জেনে নিন অল্পবয়সী নারীদের জন্মনিয়ন্ত্রণ পিল খাওয়ালে কি সমস্যা হবে?

ফেসবুক কমেন্ট

comments

পড়ুন  স্তন ঝুলে যায় কেন? স্তন ঝুলে গেলে এর প্রতিকার কি?

About সাদিয়া প্রভা

সাদিয়া প্রভা , ইন্ডিয়ার Apex Group of Institutions এর BBA এর ছাত্রী ছিলাম। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিয়সক তথ্য নিয়ে লেখালেখি করি।