cool hit counter

অন্তঃসত্ত্বা হলে কি মেয়েদের জরায়ুর অবস্থানের পরিবর্তন ঘটে ?

প্রতিদিনই আপনার ডক্টর অনলাইন বাংলা স্বাস্থ্য টিপস পোর্টালের ফেসবুক ফ্যানপেজে অনেক ম্যাসেজ আসে। সব ম্যাসেজর উত্তর দেওয়া সম্ভব হয় না।তাই পাঠকদের কাছে প্রশ্নটির বিস্তারিত তুলে ধরা হয় (প্রশ্নকারীর নাম ও ঠিকানা গোপন রেখে)। আপনি ও আপনার সমস্যার কথা লিখতে পারেন অামদের ফেসবুক ফ্যানপেজে https://www.facebook.com/apoardoctor/ আজকের প্রশ্নঃ অন্তঃসত্ত্বা হলে কি মেয়েদের জরায়ুর অবস্থানের পরিবর্তন ঘটে?

অন্তঃসত্ত্বা

অন্তঃসত্ত্বা হলে জরায়ুর অবস্থানের পরিবর্তন হয় না। শুধু আকারে বাড়ে। এটি উপরের দিকে আকারে বাড়তে থাকে। বুকের নিচে এসে থেমে যায়।। অন্তঃসত্ত্বা হওয়ার কিছু লক্ষণ আছে। যেমন :

 

১. মাসিক বন্ধ হয়ে যাওয়া। আগে নিয়মিত পিরিয়ড হত তারপর বন্ধ হয়ে যাওয়া।
২. বমিবমি ভাব ও বমি বেড়ে যাওয়া।
৩. প্রস্রাবের বেগ বেড়ে যাওয়া ও ঘন ঘন হওয়া।
৪. মাথা ঘুরানো ও দুর্বল লাগা। অল্প পরিশ্রমে ক্লান্ত হয়ে যাওয়া।
৫. ব্রেস্টের আকার বেড়ে যাওয়া বা ভারী মনে হওয়া বা ব্যথা অনুভব করা।
৬. ১৮/২০ সপ্তাহের মধ্যে বাচ্চার নড়াচড়া বুঝতে পারা।

আরও কিছু লোকাল সাইন আছে যোনী ও পেটের। এগুলো ডাক্তার দেখিয়ে বোঝা যাবে। আর প্রস্রাব বা রক্ত পরীক্ষা করেও বোঝা যায়। আল্ট্রা করেও দেখাটা জরুরি। ধন্যবাদ

পরামর্শ দিয়েছেন :
ডা: আশিক মাহমুদ।
এম.বি.বি.এস.
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল।

ফেসবুক কমেন্ট

comments

পড়ুন  লিঙ্গ শক্ত না হওয়ায় কারণ কি?

About সাদিয়া প্রভা

সাদিয়া প্রভা , ইন্ডিয়ার Apex Group of Institutions এর BBA এর ছাত্রী ছিলাম। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিয়সক তথ্য নিয়ে লেখালেখি করি।