cool hit counter
Home / লাইফস্টাইল / পরীমনি নতুন অ্যাকশন দেখাবেন ভারতে

পরীমনি নতুন অ্যাকশন দেখাবেন ভারতে

পর্দায় পরীমনি এর বিভিন্ন রূপ দেখেছে তার ভক্তরা। তবে এবার নতুন আবির্ভাবে পর্দায় হাজির হচ্ছেন নায়িকা। মালেক আফসারির পরিচালনায় ‘রক্ত’ ছবিতে অ্যাকশন গার্ল হিসেবে দেখা যাবে তাকে।

পরীমনি

রূপালী পর্দায় নতুন অ্যাকশান দেখাবেন পরীমনি

ছবির দৃশ্যধারণের জন্য গত শনিবার (২১ মে) ভারতের কলকাতায় পৌঁছেছেন পরীমনি। সেখানে বিভিন্ন লোকেশনে টানা ৪৩ দিন চলবে দৃশ্যধারণের কাজ।

এ প্রসঙ্গে পরীমনিবলেন, ‘আজ কলকাতায় যাচ্ছি। সেখান থেকে অবস্থা বুঝে দার্জিলিং যাব। ছবিটি আমার জন্য চ্যালেঞ্জিং। অ্যাকশনধর্মী এ ছবিতে সেরাটা দেয়ার চেষ্টা থাকবে। শুটিং শেষ করে তবেই দেশে ফিরবো।’

উল্লেখ্য, মালেক আফসারির পরিচালনায় আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছে পরীমনি। ‘রেড হার্ট’ শিরোনামের এ ছবিতে তার বিপরীতে থাকবেন নবাগত নায়ক সৌরভ।

ফেসবুক কমেন্ট

comments

About ফারজানা হোসেন

Check Also

মেয়েরা

যেসব ছেলেদের সবচেয়ে বেশি পছন্দ করে মেয়েরা

রসিক পুরুষরা মেয়েদের মন জয় করতে বেশ পটু হয়ে থাকেন। যেসব ছেলেদের ‘সেন্স অফ হিউমার’ …