cool hit counter

জনপ্রিয় যে সেক্স পজিশন গুলো ব্যবহৃত হয় যুক্তরাজ্যে

পূর্ণাঙ্গ যৌন সুখ পাওয়ার জন্য মানুষ বিভিন্ন পজিশনে সেক্স করে থাকে। যৌনতা নিয়ে হচ্ছে নানা ধরনের গবেষণা আর জরিপ।

সম্প্রতি যুক্তরাজ্যের সেক্সটয় বিক্রেতা প্রতিষ্ঠান আন্না সমারস এর পক্ষ থেকে করা হয়েছে এমনই এক জরিপ।

যুক্তরাজ্যবাসীর মধ্যে জনপ্রিয় সেক্স পজিশন নিয়ে এক হাজার লোকের মধ্যে করা হয়েছে ওই জরিপ। জরিপে সবচেয়ে জনপ্রিয় সেক্স পজিশনে উঠে এসেছে ডগি স্টাইল।

সেক্স

প্রকাশিত ওই জরিপে দাবি করা হয়েছে, প্রতি চারজন ব্যক্তির একজন ‘ডগি স্টাইল’ পছন্দ করেন। শতকরা ২৩ শতাংশ লোক পছন্দ করেন নারীদের উপরে রেখে যৌন মিলনে লিপ্ত হওয়ার বিষয়টি। ২১ শতাংশ লোক পছন্দ করেন প্রচলিত পদ্ধতি(চোখে চোখ রেখে উপরে পুরুষের অবস্থান) অবলম্বন করতে।

জরিপে অংশগ্রহণকারীদের ৬৬ শতাংশ বলেছেন, যৌন মিলনের সময় তারা দুই তিন ধরনের পদ্ধতি পছন্দ করেন।

এক তৃতীয়াংশ লোক বলেছেন, ব্যস্ততা থাকা সত্বেও তারা সপ্তাহে দুই থেকে চারবার যৌন মিলন করার মতো সময় পান। তবে ২৪ শতাংশ জানিয়েছেন তারা সেক্সটয় ব্যবহার করে যৌন ক্ষুধা মিটান।

পড়ুন  যৌন জীবনে সব দোষ কি সব সময় ছেলেদের?

জরিপে দেখা গেছে, সবচেয়ে উদ্ভট যৌন মিলনে লিপ্ত হন যুক্তরাজ্যের বেলফাস্টের লোকেরা। এখানকার ১২ শতাংশ লোক 69 সেক্স পজিশনকে পছন্দ করেন। তবে লিডসের লোকদের পছন্দ হচ্ছে ‘লেগস অন সোল্ডার’ পজিশন। কারডিফের লোকদের মধ্যে এখনো সবচেয়ে জনপ্রিয় প্রচলিত পদ্ধতি।

সেক্স

লেগস অন সোল্ডার ও 69 সেক্স পজিশন

লোকজন কোথায় সবচেয়ে বেশি যৌন মিলনে লিপ্ত হন সে বিষয়টিও উঠে এসেছে এখানে। এ তালিকায় প্রথমেই রয়েছে বেডরুম। এর পরবর্তীতে যথাক্রমে টিভির সামনে, ঝরণার নীচে, গোসলখানায়, কিচেন, সিঁড়ি, সমুদ্র তীর, পার্ক এবং কর্মক্ষেত্র।

ফেসবুক কমেন্ট

comments

About ফারজানা হোসেন