cool hit counter
Home / মহিলার স্বাস্থ্য / বিয়ের পর মেয়েরা দড়ি লাফ খেললে বাচ্চা নিতে কোনো সমস্যা হবে?

বিয়ের পর মেয়েরা দড়ি লাফ খেললে বাচ্চা নিতে কোনো সমস্যা হবে?

দড়ি লাফ  একটি সুন্দর ব্যায়াম। প্রতিদিনই আপনার ডক্টর অনলাইন বাংলা স্বাস্থ্য টিপস পোর্টালের ফেসবুক ফ্যানপেজে অনেক ম্যাসেজ আসে। সব ম্যাসেজর উত্তর দেওয়া সম্ভব হয় না।তাই পাঠকদের কাছে প্রশ্নটির বিস্তারিত তুলে ধরা হয় (প্রশ্নকারীর নাম ও ঠিকানা গোপন রেখে)। আপনি ও আপনার সমস্যার কথা লিখতে পারেন অামদের ফেসবুক ফ্যানপেজে https://www.facebook.com/apoardoctor/ আজকের প্রশ্নঃ বিয়ের পর মেয়েরা দড়ি লাফ খেললে বাচ্চা নিতে কোনো সমস্যা হবে?

দড়ি লাফ

Jump rope

বিয়ের পর মেয়েরা দড়ি লাফ খেললে বাচ্চা নিতে কোনো সমস্যা হবে কি?
দড়িলাফ খেলায় খুব বেশী সমস্যা হবে না যদি না আপনি গর্ভবতী হন। এটি একটি ভাল ব্যায়াম এবং যেকোন বয়সে এটি করা যায়। তবে গর্ভাবস্থায় এটি না করাই ভাল। এই ব্যায়াম এর পাশাপাশি আপনি অন্যান্য ব্যায়ামও করতে পারেন। যেমন দৌড়ানো, সাঁতার কাটা, সাইকেল চালানো ইত্যাদি। ধন্যবাদ

পরামর্শ দিয়েছেন :
ডা: আশিক মাহমুদ।
এম.বি.বি.এস.
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল।

মেয়েদের গোপন সমস্যার সামধান এখানে

ফেসবুক কমেন্ট

comments

About সাদিয়া প্রভা

সাদিয়া প্রভা , ইন্ডিয়ার Apex Group of Institutions এর BBA এর ছাত্রী ছিলাম। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিয়সক তথ্য নিয়ে লেখালেখি করি।

Check Also

সেফ পিরিয়ড

মেয়েদের সেফ পিরিয়ড ও ফারটাইল পিরিয়ড- Girls Safe Period Risk Period

সেফ পিরিয়ড মানে যে সময় কোন প্রতিরোধক (কনডম বা এ জাতীয়) ছাড়াই দৈহিক সম্পর্ক স্থাপন …