cool hit counter
Home / লাইফস্টাইল / একটা আদ্ভুত অনুভূতির নামই হচ্ছে ভালবাসা

একটা আদ্ভুত অনুভূতির নামই হচ্ছে ভালবাসা

একটা আদ্ভুত অনুভূতির নামই হচ্ছে ভালবাসা

একটা অদ্ভুত অনুভুতি যার নাম ভালবাসা । সেই ভালবাসার একটা কাহীনি আজ আপনাদের বলবো।
এক লোক রাতের বেলা বাড়ি ফিরেছে , সে প্রচুর পরিমানে মদ পান করে মাতাল অবস্থায় বাড়িতে ঢুকেই ভাংচুর শুরু করেছে, সবকিছু নষ্ট করেছে , তারপর বমি করে ফ্লোর নষ্ট করেছে, তার স্ত্রী তাকে পরিষ্কার করে বিছানায় শুয়ে দিয়েছিল , তার পর সব কিছু গুছ-গাছ করে তারা ঘুমাতে গেল

ভালবাসা

ভালবাসা

পরের দিন যখন সকাল বেলা লোকটার ঘুম ভাংলো তার ধীরে ধীরে সব মনে পড়তে লাগলো আর তার মনের ভয় বারতে লাগলে যে তার স্ত্রী হয়তো তাকে অনেক বোকবে আর তার সাথে ঝগড়া করবে,
সে দোয়া করতে লাগলো যাতে তাদের সম্পর্কটা নষ্ট না হয় কারন তাদের ছোট একটা মেয়ে ও আছে ,

আরও জেনেনিন:

ভলবাসা

আসলে ভালবাসা কি জিনিস একটু জেনেনিন
Bangla Love Tips ভালোবাসার মানুষটি দূরে থাকলে যেসব কাজ করবেন!

তার পর সে যখন উঠে বসলো দেখলো তার বালিশ এর সাথে একটা চিঠি, সে খুব ভয় পেয়ে গেলো সে ভাবলো হয়তো তার স্ত্রী তাকে ছেড়ে চলে গিয়েছে কিন্তু সে চিঠিটা পড়ে বোকা হয়ে গেলো
চিঠিতে লিখা ছিলো “জান, তোমার প্রিয় নাস্তা গুলো আমি সকাল সকাল উঠে বানিয়েছি, তুমি ঘুম থেকে উঠে খেয়ে নিও,রান্নার জন্য বাজার করতে হবে তাই আমি বাজারে এসেছি যত দ্রুত সম্ভব আমি বাজাড় শেষ করে তোমার কাছে ফিরে আসছি , আমি তোমাকে অনেক ভালবাসি”

তার পর লোকটি তার মেয়ে কে ডাকলো আর জিজ্ঞেস করলো কাল রাতে কি হয়েছিলো ?

ভালবাসা
তার মেয়ে বলল , “বাবা তুমি কালকে কেমন যেন করেছ সব ভেঙ্গেছ, বমি করেছ , কাপড় নষ্ট করেছো তার পর তোমার শরীর অনেক খারাপ হয়ে গিয়েছিল আর মা তোমার কাপড় খুলে দেবার সময় তুমি মাকে বলেছ, এই মেয়ে আমার থেকে দূরে থাকো আমি বিবাহিত , তার পর মা তোমাকে ধরে অনেকক্ষণ কেঁদেছিল “

এই হল ভালবাসা , একজন মানুষ যতোই অন্য মনা হয়ে থাকেন না কেন, ভালবাসা র মানুষকে কখন ও ভুলা যায় না !

ফেসবুক কমেন্ট

comments

About ফারজানা হোসেন

Check Also

মেয়েরা

যেসব ছেলেদের সবচেয়ে বেশি পছন্দ করে মেয়েরা

রসিক পুরুষরা মেয়েদের মন জয় করতে বেশ পটু হয়ে থাকেন। যেসব ছেলেদের ‘সেন্স অফ হিউমার’ …