cool hit counter

মুসলিম মণীষীদের বাণী

অাপনার ডক্টরের প্রিয় পাঠক বন্ধুরা। আপনাদের জন্য কিছু দিলাম। আশা করি বাণী গুলো পড়ে আপনি উপকৃত হবেন।

খোদার সৃষ্টি সম্বন্ধে গবেষণা করাও তাঁর এবাদতের সমতুল্য।–হযরত আলী (রাঃ)।
মানবতার সেবা করাই শ্রেষ্ঠ এবাদত। আল্লাহর সৃষ্টি সম্বন্ধে গবেষণা করাও আল্লাহর এবাদত। পূণ্য অর্জন অপেক্ষা পাপ বর্জন শ্রেষ্ঠতর।–হযরত আলী (রাঃ)।

বাণী

মুসলিম মণীষীদের বাণী

কোণ বিপদ গ্রস্থ লোকের সাহায্য করা সর্বাপেক্ষা বড় এবাদত। -খাজা মঈনদ্দীন চিশতী (রঃ)।
যে তোমার দোষ ধরে বন্ধু সেই জন, সম্মুখে তারিক করে দুষমন সে জন।–হযরত ওমর ফারুক (রাঃ)।
এলেমহীন দরবেশ পাখাবিহীন পাখি এবং বে-আমল আলেম ফলহীন বৃক্ষের ন্যায়।–শেখসাদী।
যে লোক ভদ্র, কথায় সে নম্র।–হযরত আলী (রাঃ)।
ভদ্র হতে হলে নম্র হতে হবে। কেননা বীজ মাটিতে না পড়লে অঙ্কুরোদগম হয় না।–শেখ সাদী।
কভু যদি কারো কথা করো আলোচনা,
অসাক্ষাতে নিন্দা তাঁর করো না করো না।

বলিতে না পার যাহা চোখের উপরে,

বলিও না বলিও তাহা অগোচরে।–শেখ সাদী।

হতাশাবাদীর সমগ্র দিনই খারাপ যায়, কিন্তু আশাবাদীর দিন আনন্দে কাটে।–হযরত সোলায়মান (আঃ)।
যা সত্য নয় তা কখনো মুখে এনো না। তাহলে তোমার সত্য কথাকেও লোকে অসত্য বলে মনে করবে।–হযরত আলী (রাঃ)।

হুমায়ূন আহমেদের বাণী

যে মানুষ নিঃশব্দে হাসে তাহার বিষয়ে খুব সাবধান। দুই ধরনের মানুষ নিঃশব্দে হাসে- অতি উঁচু স্তরের সাধক এবং অতি নিম্নশ্রেণীর পিশাচ চরিত্রের মানুষ

হুমায়ূন আহমেদের বাণী

কাউকে প্রচন্ডভাবে ভালবাসার মধ্যে এক ধরনের দুর্বলতা আছে। নিজেকে তখন তুচ্ছ এবং সামান্য মনে হয়। এই ব্যাপারটা নিজেকে ছোট করে দেয়।

 

হুমায়ূন আহমেদের বাণী

যত্ন করে কাঁদানোর জন্য  খুব আপন মানুষগুলোই যথেষ্ট!

Loading...

ফেসবুক কমেন্ট

comments

পড়ুন  খোলা আকাশের নিচেই সেক্স পার্টি করতে বেশি ভালোবাসেন যারা

About সাদিয়া প্রভা

সাদিয়া প্রভা , ইন্ডিয়ার Apex Group of Institutions এর BBA এর ছাত্রী ছিলাম। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিয়সক তথ্য নিয়ে লেখালেখি করি।