cool hit counter

মাসিক অবস্থায় ইসলামে যৌন মিলন নিষিদ্ধ কেনো?

প্রতিদিনই আপনার ডক্টর অনলাইন বাংলা স্বাস্থ্য টিপস পোর্টালের ফেসবুক ফ্যানপেজে অনেক ম্যাসেজ আসে। সব ম্যাসেজর উত্তর দেওয়া সম্ভব হয় না।তাই পাঠকদের কাছে প্রশ্নটির বিস্তারিত তুলে ধরা হয় (প্রশ্নকারীর নাম ও ঠিকানা গোপন রেখে)। আপনি ও আপনার সমস্যার কথা লিখতে পারেন অামদের ফেসবুক ফ্যানপেজে https://www.facebook.com/apoardoctor/ আজকের প্রশ্নঃ প্রশ্নঃ মাসিক অবস্থায় ইসলামে যৌন মিলন নিষিদ্ধ কেনো?

মাসিক

মাসিক অবস্থায় ইসলামে যৌন মিলন

উত্তরঃ ইসলাম হচ্ছে মানবজাতীর জন্য কল্যাণময় ধর্ম। মানবজাতীর সকল সমস্যার সমাধান ইসলামে আছে। ইসলাম সবার জন্যই কল্যাণ কামনা করে। আপনি যদি ইসলামের কথা মানেন তবে সেটা আপনি নিজের কল্যাণের জন্যই মানবেন। যদি না মানেন সেটা আপনার নিজেরই অকল্যাণ। আপনার এই প্রশ্নের উত্তর যদি আপনি পেতে চান তাহলে আপনাকে দেখতে হবে মাসিক অবস্থায় যৌন মিলন করলে চিকিৎসা বিজ্ঞানীরা কি বলে???

চিকিৎসা বিজ্ঞানীদের ধারণা, ঋতুকালে যৌন মিলন করলে কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। যেমন—

১. যৌনাঞ্চলে এসময়ে প্রচুর রক্ত সঞ্চিত হয়ে থাকে। ফলে জরায়ু গ্রীবায় পুরুষাঙ্গের ধাক্কা লাগায় তলপেটে চিনচিনে ব্যথা হয়।

২. অত্যাধিক রক্তপাত—বেশি চাপ ও উত্তেজনার ফলে স্বাভাবিক রক্তস্রাবের থেকে বেশি রক্ত বের হয়।

৩. এই সময়ে নারীর সঙ্গে জোর করে মিলিত হলে স্বামীর প্রতি তার অনিহা জন্মায়। স্বামীকে কামুক বলে মনে হয়।

৪. এছাড়া রক্ত সারা অঙ্গে লেগে যায়। বিছানা নষ্ট হয়। মনে মনে অরুচিভাব জাগে। এমন কি মিলনের প্রতি মন আকৃষ্ট হতে চায় না।

৫. যৌনাঙ্গের বিশ্রাম হওয়া উচিৎ।

মাসিক চলাকালে ওষুধ ছাড়াই ব্যথায় প্রশান্তি পাবার কয়েকটি উপায় জেনে নিন

৬. জীবাণু দ্বারা দূষিত হতে পারে স্ত্রী জননেন্দ্রিয়। এই সময় যোনি ও জরায়ুর অম্লঅধর্মী ভাল। এরা জীবাণুদের বাধা দেয়।

৭. পুরুষাঙ্গও জীবাণুদূষণ হয়ে থাকে। অনেক সময় ইন্দ্রিয় প্রদাহ দেখা দেয়।

মাসিকের সময় তলপেটের ব্যথা নিরাময়ে ২ টি অসাধারণ টিপস জেনে নিন

আরো পড়তে পারেন

মাসিক চলাকালে স্বামী ধৈর্যধারণ করতে পারে না

মাসিকের কত দিন আগে বা পরে কনডম ছাড়া সেক্স করা যায়?

Loading...

ফেসবুক কমেন্ট

comments

পড়ুন  বিউটি পার্লারে সাজতে যাওয়া কি মুসলিম নারীদের জন্য বৈধ?

About সাদিয়া প্রভা

সাদিয়া প্রভা , ইন্ডিয়ার Apex Group of Institutions এর BBA এর ছাত্রী ছিলাম। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিয়সক তথ্য নিয়ে লেখালেখি করি।