cool hit counter
Home / বিনোদন / শাহরুখ পুত্র ও বচ্চন নাতনির আপত্তিকর ভিডিও নিয়ে তোলপাড়! [ভিডিওসহ]

শাহরুখ পুত্র ও বচ্চন নাতনির আপত্তিকর ভিডিও নিয়ে তোলপাড়! [ভিডিওসহ]

শাহরুখ খান ও অমিতাভ বচ্চন সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। তবে তাদের পরিবার-পরিজন নিয়ে ভক্তদের আগ্রহ থাকে সবসময়ই। আর এ আগ্রহ মাত্রার পারদকে আরও এক ধাপ বাড়িয়ে দিল শাহরুখ পুত্র আরিয়ান ও অমিতাভ বচ্চনের নাতনি নাভ্যিয়ার ভিডিও।

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আলোচনার ঝড় বইছে একটি এমএমএস-কে ঘিরে। যেখানে দেখা যাচ্ছে একটি টিনএজ যুগল গাড়ির ভেতর অন্তরঙ্গ অবস্থায় রয়েছে। শুধু তাই নয়, অন্তরঙ্গতাকে ছাপিয়ে কয়েক ধাপ বেগবান হয়েছে তাদের বিতর্কিত এ কার্যক্রম। প্রায় ২ মিনিটের এ এমএমএসটি ছড়িয়ে পড়েছে মুহূর্তের মধ্যে। এমনকি ভারতীয় গণমাধ্যমেও শিরোনাম হচ্ছে এ এমএমএসটি। তবে দুই পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কেউ মুখ খোলেনি।

অন্যদিকে, ভিডিওটিকে ফেক বা মিথ্যা বলে দাবি করছেন কেউ কেউ। তাদের মতে, এমএমএসের সেই যুগল শাহরুখ বা বচ্চনের কেউ নয়। তারা দেখতে অনেকটা আরিয়ান ও নাভ্যিয়ার মতো।

সত্য-মিথ্যা যাই হোক না কেন, এমএমএসকে ঘিরে দুই পরিবারের স্ক্যান্ডাল ইস্যুটি ডালপালা মেলে বিস্তৃত হচ্ছে।

ফেসবুক কমেন্ট

comments

About সাদিয়া প্রভা

সাদিয়া প্রভা , ইন্ডিয়ার Apex Group of Institutions এর BBA এর ছাত্রী ছিলাম। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিয়সক তথ্য নিয়ে লেখালেখি করি।

Check Also

কসমিক সেক্স মুভি

সেক্স মুভি টপ টেন রিভিউ (ছবিসহ)

১০ টি সেরা সেক্স মুভি রিভিউ নিয়ে আজকের পোষ্ট।  বিশ্বে এমন অনেক যৌন উদ্দীপনাকে কেন্দ্র করে …