cool hit counter

গায়ে হলুদের অনুষ্ঠানে নিজেই করুন এই দারুণ মেকওভার! (ভিডিওসহ)

চলে এসেছে বিয়ের মৌসুম। এবারের শীতে নিশ্চয়ই অনেকেই পা রাখতে যাচ্ছেন নতুন জীবনে? এই শীতে যারা বউ সাজবেন, আমাদের এই ভিডিওটি আজ তাঁদের জন্যই।

অবশ্য কেবল নববধূই নন, সিনথিয়া রহমানের এই মেকওভারটি এতই চমৎকার যে নববধূর বোন কিংবা বান্ধবীদেরকেও মানিয়ে যাবে দারুণ ভাবে।

গায়ে হলুদের

গায়ে হলুদের অনুষ্ঠানে নিজেই করুন এই দারুণ মেকওভার! (ভিডিওসহ)

তাহলে আর দেরি কেন! চলুন, ভিডিও দেখে শিখে নিই সিনথিয়া রহমানের দক্ষ হাতের দারুণ কলাকৌশল ও সেগুলোর ব্যবহারে নিজের সাজ নিজেই করার পদ্ধতি। গায়ে হলুদের অনুষ্ঠানগুলোতে এবার আপনিও হয়ে উঠুন সবচাইতে গ্ল্যামারাস!

পরিচিতি :
নেশায় ও পেশায় একজন মেকআপ আর্টিস্ট সিনথিয়া রহমান। এবং নিজের কাজটা তিনি জানেন খুব ভালো ভাবেই। এই ঈদে যারা পার্লারে গিয়ে সাজার সুযোগ পাবেন না অথচ মনেপ্রানে হয়ে উঠতে চান গ্ল্যামারাস, ঠিক তাঁদের জন্যই আজ সিনথিয়া নিয়ে এসেছেন দারুণ একটি ভিডিও টিউটোরিয়াল।

নিজের পার্লার নেই সিনথিয়ার, তবে তাঁর হাতে মেকওভার পেতে চাইলে আপনি যেতে পারেন তাঁর বাড়িতেই। আর সেজে আসতে পারেন নিজের পছন্দসই যে কোন সাজে।

পড়ুন  অল্প বয়সে বিয়ে করলে যত সুবিধা

তাহলে আর দেরি কেন, চলুন শিখে নিই সিনথিয়া রহমানের গ্ল্যামারাস মেকআপ ট্রিক।

বিস্তারিত দেখে নিন এই ভিডিওতে –

নারীর কেমন গায়ের গন্ধ পুরুষদেরকে আকর্ষণ করে? দেখে নিন

ফেসবুক কমেন্ট

comments

About সাদিয়া প্রভা

সাদিয়া প্রভা , ইন্ডিয়ার Apex Group of Institutions এর BBA এর ছাত্রী ছিলাম। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিয়সক তথ্য নিয়ে লেখালেখি করি।