cool hit counter

নারীর অনিয়ন্ত্রিত প্রস্রাব বেরিয়ে যাওয়া

অনিয়ন্ত্রিত প্রসাব কোন কোন নারীর ক্ষেত্রে খুবই সাধারন সমস্যা আবার অনেকের কাছে এটি সাধারন সমস্যা নয়।বরং এটি সমস্যা ঘটাতে থাকে আরও বড় ধরনের । অনিয়ন্ত্রিত প্রসাব হওয়ার কারনে বার বার কাপড় নোংরা হয়। অনেক কাজে বিঘ্ন হয়। হাঁসি বা কাশির সময় ও এ ঘটনা ঘটাত পারে।টয়লেটে যাওয়ার আগে যদি প্রসাব হয়ে যায় তবে তা অনেক বিড়ম্বনার কারন।

নারীর অনিয়ন্ত্রিত প্রস্রাব বেরিয়ে যাওয়া
নারীর অনিয়ন্ত্রিত প্রস্রাব বেরিয়ে যাওয়া

কী কারনে এ সমস্যা হতে পারে:
(০১)অনিয়ন্ত্রিত প্রসব এর কারনে হতে পারে বা প্রসবে ফরসেপ ব্যাবহারে হতে পারে।
(০২)সর্দি কাশির ঔষধ মাত্রাতিরিক্ত গ্রহন করলে এ সমস্যা হতে পারে।
(০৩)মানষিক রোগের কারনে হতে পারে।
(০৪)অতিরিক্ত মদ বা নেশাার কারনে হতে পারে।

এ সমস্যায় কি ব্যাবস্থ্ গ্রহন করা উচিৎ:
(০১)এর সমস্যার চিকিৎসা নির্র করে প্রসাবের মাত্রা ও বেগের উপর।
(০২)প্রথম দিকে স্বাভাবিক ভাবেই ঔষধ দেওয়া হয়।
(০৩)নিয়মিত ব্যাায়াম ও ওজন নিয়ন্ত্রনের উপর বিষেশ নজর দেওয়া হয়।কারন গবেষনায় দেখা গেছে যে ওজন নিয়ন্ত্রন করতে পারলে এ সমস্যা ৫০ ভাগ কম হয়।
(০৪)প্রসাবের মাত্রা বেড়ে যায় এমন খাবার ত্যাগ করতে হবে।
(০৫) এরপর যদি াজ না হয় তবে কি ছু ব্যায়াম শিখানো হয় যাতে জরায়ু এর পেশিগুলো সচল হয় ।
(০৬) এ ব্যায়ামেই ৬০ থেকে ৭০ ভাগ উন্নতি হয়।
(০৭) বর্মানে উন্নত বিশ্বে একধরনের সিনথেটিক টেপ ব্যাবহার করা হয় যার সাহায্যে যোনিপথকে সাহয্য করা হয়।

আমাদের পরবর্তী পোষ্ট গুলো পেতে সাথেই থাকুন । সবই ভাল থাকবেন সুস্থ থাকবেন।
মোবাইল,পিসি ও ফ্রি নেট টিপস পেতে ভিজিট করুন টুডে টিউনস
আপনার জন্য আরো কিছু পোষ্ট:
মহিলাদের সাদাস্রাব কেন হয়?
যে শিশুদের ঘুম হয় না
রোগ ব্যধিতে পেপের উপকারিতা
ঈদে সাজুন মন ভরে

Tag:Women urine,uncontrolled urine,Women uncontrolled urine

আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোন সমস্যার জন্য এখানে কমেন্ট করে জানান।তাছাড়া অপনারা কোন ধরণের পোষ্ট চান তাও জানাতে ভুলবেন না।ধন্যবাদ

ফেসবুক কমেন্ট

comments

পড়ুন  উচ্চরক্তচাপের কারণ

About সাদিয়া প্রভা

সাদিয়া প্রভা , ইন্ডিয়ার Apex Group of Institutions এর BBA এর ছাত্রী ছিলাম। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিয়সক তথ্য নিয়ে লেখালেখি করি।