...

বেকিং সোডা কি? এবং এটির উপকারিতা

বেকিং সোডা

বেকিং সোডা

আমরা অনেকউ বেকিং সোডা অহরহ ব্যবহার করি। বেকিং সোডা, যেটা খাবার সোডা হিসেবে ব্যবহৃত হয়, সেটির অজানা অনেক উপকারিতা বিদ্যমান। বেকিং সোডার রাসায়নিক নাম sodium bicarbonate অথবা অনেক সময় bicarbonate of soda ও বলা হয়ে থাকে। বাংলাদেশে সম্ভবত এটি বিপনন হয় খাবার সোডা হিসেবে। তবে এটি আরও সুন্দর করে প্যকেজিং করত বিপনন করলে আপামর জনতা এর উপকারিতা সঠিক ভাবে প্রয়োগ করতে পারবেন বলে আমি মনে করি।
জানেন কি, বেকিং সোডা —-
১।তেল ও ইলেকটৃক ছোট আগুন নেভাতে পারে।

২।ফ্রিজ থেকে গন্ধ নিবারন করতে পারে।
৩।ময়লার বালটি বেকিং সোডা দিয়ে পরিষ্কার করলে ঐ ময়লার গন্ধ চলে যেতে পারে?

৪।আলমারি, ফৃজ থেকে আদ্রতা নিবারন করতে পারে।
৫।তৈলাক্ত মেঝে, চুলা তেলমুক্ত করা যেতে পারে।

Loading...

৬।এক কাপ বেকিং সোডা ব্লক কিচেন সিংক এর পাইপে ঢেলে এর পর এক কাপ গরম ভিনেগার ঐ পাইপে ঢেলে দিলে ব্লক চলে যেতে পারে।

৭।নান রুটি বা কেক ফোলাতে এটা ব্যবহৃত হয়।

৮।মাংস তাড়াতাড়ি সিদ্ধ করতেও এক চিমটে বেকিং সোডাই যথেষ্ট।

পড়ুন  কি ঔষুধ খেলে বীর্যের ঘটতি পূরণ হয়?

৯।বাথরুম পরিষ্কার করতে বেকিং সোডা ব্যবহার করতে পারেন।

১০।থালা বাসন, কাপ পিরিচের দাগ দুরিকরনেও বেকিং সোডা ব্যবহার করা যায়।
১১।শ্যম্পু হিসেবেও ব্যবহার করা যেতে পারে।

১২।গেটে বাঁতের জন্যও এটি আমি ব্যবহার করেছি

সৌন্দর্য বৃদ্ধিতে বেকিং সোডার পাঁচটি ব্যবহার

যে কোন স্বাস্থ্য বিষয়ক তথ্যের জানান দিতে আপনার ডক্টর রয়েছে আপনাদের পাশে।জীবনকে সুস্থ্য, সুন্দর ও সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করুন আপনার ডক্টর health সাইটে।মনে না থাকলে আপনি সাইট আপনার ব্রাউজারে সেভ করে রাখুন।ধন্যবাদ

ফেসবুক কমেন্ট

comments

About সাদিয়া প্রভা

সাদিয়া প্রভা , ইন্ডিয়ার Apex Group of Institutions এর BBA এর ছাত্রী ছিলাম। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিয়সক তথ্য নিয়ে লেখালেখি করি।

One comment

  1. Onake bole baking soda khale har norom hoa jay &sorir er onak khote hoy khotha ta kototoko sotto

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.