cool hit counter

রোজা ভাঙ্গার কারণ কি কি?

রোজা
রোজা ভাঙ্গার কারণ কি কি?

দেখতে দেখতে এসে গেলো সিয়ামের মাস, সংযমের মাস, রোজা রাখার মাস রমজানের মাস। আসুন জেনে নেই কি কি কারনে রোযা ভেঙে জায়ঃ

*  রোজা রেখে ইচ্ছাকৃত ভাবে মুখ ভরে বমি করলে।
* অনিচ্ছাকৃত ভাবে মুখ ভরে বমি হওয়ার পর ইচ্ছাকৃত ভাবে অল্প বা বেশি বমি গিলে নিলে।
* আগরবাতি, কয়েল ইত্যাদির ধোয়া ইচ্ছাকৃত ভাবে নাকে প্রবেশ করালে।
* কুলি করতে গিয়ে অনইচ্ছাকৃত ভাবে পানি গিলে ফেল্লে রোজা ভেঙ্গে যায়।
* এমন বস্তু গিলে ফেলা যা সাধারণত খাওয়া হয় না। যেমন পাথর, কাগজ, মাটি (যে মাটি খেতে অভ্যস্ত নয়), গাছের যে পাতা খাওয়া হয় না, ঘাস ইত্যাদি।
* ভুলে পানাহারের পর রোজা ভেঙে গেছে মনে করে ইচ্ছাকৃত ভাবে পানাহার বা স্ত্রী সহবাস করলে।
* সুবেহ সাদিকের পর সময় আছে ভেবে পানাহার করলে।
* মাড়ি-দাঁত থেকে বের হওয়া রক্ত থুথুর সঙ্গে গিলে ফেলার পর গলায় রক্তের স্বাদ অনুভূত হইলে।
*রোজা রেখে মুখে পান বা খানা নিয়ে ঘুমিয়ে পড়লে এবং এ অবস্থায় সুবেহ সাদিক হয়ে গেলে।
* হস্তমৈথুন বা স্বেচ্ছায় কোনো কিছুর সাহায্যে উত্তেজনার সঙ্গে বীর্য বের করলে।
* ইফতারির সময় হয়নি, কিন্তু সূর্যাস্ত হয়ে গেছে মনে করে ইফতারি করলে।
* স্ত্রী বা কোনো নারীকে স্পর্শ করার কারণে বীর্যপাত ঘটলে রোজা ভেঙ্গে যায়।
* জোরপূর্বক রোজা ভাঙতে বাধ্য করা।

পড়ুন  স্বামীর সাথে ফোনে কথা বললে সাদাস্রাব বের হয়, ধুঁয়ে ফেলে নামাজ পড়তে পারবো কি ?

আপনার যে কোন স্বাস্থ্য বিষয়ক তথ্যের জানান দিতে আপনার ডক্টর রয়েছে আপনার পাশে।জীবনকে সুস্থ্য, সুন্দর ও সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করুন আপনার ডক্টর health সাইটে।মনে না থাকলে আপনি সাইট আপনার ব্রাউজারে সেভ করে রাখুন।ধন্যবাদ

m~Î:সামহয়ারইনব্লগ

ফেসবুক কমেন্ট

comments

About সাদিয়া প্রভা

সাদিয়া প্রভা , ইন্ডিয়ার Apex Group of Institutions এর BBA এর ছাত্রী ছিলাম। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিয়সক তথ্য নিয়ে লেখালেখি করি।