cool hit counter

Sex এর সময় বিশেষ মুহূর্তে নারীরা যেসব শব্দ করে পুরুষকে পাগল করে

Sex এর সময় বিশেষ মুহূর্তে নারীরা যেসব শব্দ করে পুরুষকে পাগল করে
Sex এর সময় বিশেষ মুহূর্তে নারীরা যেসব শব্দ করে পুরুষকে পাগল করে

নারী-পুরুষের বৈধ sex বা শারীরিক মিলন এমন একটি বিষয় যা মানুষকে আনন্দ দেয়। শুধু  যে আনন্দই দেয় তা নয়, বিশেষজ্ঞদের মতে, সেক্স এর ফলে মানসিক প্রশান্তিও আসে। নারী ও পুরুষ যখন শারীরিক সম্পর্কে আবদ্ধ হন তখন পুলকিত হয়ে বিভিন্ন ধরনের আনন্দময়ী বা আবেদনময়ী শব্দ করে। Sex এর সময় বিশেষ মুহূর্তে যেসব শব্দ হয় তা একে অপরের মধ্যে আরও বেশি আবেগের সৃষ্টি করে।

সম্প্রতি এক গবেষণায় দেখা গিয়েছে, শারীরিক মিলনের সময় এমন মধুর শব্দ শুধু নারীরাই করতে পারেন। পুরুষরা যে শব্দ করেন তা নারীদের কাছে ‘কর্কশ’ মনে হয়। নারীরা পুরুষের এমন শব্দে খুব বেশি আলোড়িতও হন না। তবে নারীদের শব্দ পুরুষদের পাগল করে তোলে।
মার্কিন যুক্তরাষ্ট্রের মনোবিজ্ঞানী সুশান হাগ বলছেন, ‘সেক্সুয়াল সাউন্ড হচ্ছে এমন শব্দ যা জোরে শোনা যায় না, নিঃশ্বাসের সঙ্গে প্রবাহিত হয়। নারীদের এমন শব্দ পুরুষকে আন্দোলিত করে।’
তিনি আরও বলেন, ‘নারী ও পুরুষ তাদের মধ্যে যৌনমিলনের সময় অনেকসময় অবচেতনভাবেই শব্দ করেন। এটি তাদের আরও প্রশান্তি দেয়। তবে এমন শব্দ করতে পুরুষরা বেশি দক্ষ নন। এক্ষেত্রে নারীরাই বেশি পারদর্শী।’

আপনার যৌন  জীবনকে উপভোগ্য করে তুলতে সর্বদা আপনার ডক্টর রয়েছে আপনার পাশে।আপনার ডক্টর সাইটটির একমাত্র উদ্দেশ্য আপনাদের সু্স্থ্য ও সুন্দর জীবনের।আপনাদের জীবনকে সুস্থ্য, সুন্দর ও সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করুন আপনার ডক্টর health সাইটে।মনে না থাকলে আপনি সাইট আপনার ব্রাউজারে সেভ করে রাখুন।ধন্যবাদ

আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোন সমস্যার জন্য এখানে কমেন্ট করে জানান।তাছাড়া অপনারা কোন ধরণের পোষ্ট চান তাও জানাতে ভুলবেন না।ধন্যবাদ
Loading...

ফেসবুক কমেন্ট

comments

পড়ুন  যৌন মিলনে কার সুখ বেশি, পুরুষ নাকি নারী?

About সাদিয়া প্রভা

সাদিয়া প্রভা , ইন্ডিয়ার Apex Group of Institutions এর BBA এর ছাত্রী ছিলাম। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিয়সক তথ্য নিয়ে লেখালেখি করি।