...

গোপনাঙ্গের সৌন্দর্য বাড়াতে নারীরা যা করছেন

শুধু চোখ-ঠোঁট-গাল নয়, গোপনাঙ্গের সৌন্দর্য বাড়াতেও নাকি ইদানিং মনোযোগী হয়ে উঠেছে কলকাতার মধ্যবিত্ত বাঙালি নারীরা! ভিঁড় বাড়ছে কসমেটিক সার্জনদের ক্লিনিকে!

গোপনাঙ্গের সৌন্দর্য

নারীর গোপনাঙ্গ

এমনই এক ক্লিনিকে সম্প্রতি অ্যাপয়েন্টমেন্ট ছিল সাতাশ বছর বয়সী এক তরুণীর। সুন্দরী-শিক্ষিতা কর্মরতা তরুণী সুন্দরী হতে যাননি। গিয়েছিলেন তাঁর ‘ভার্জিনিটি’ ফেরাতে। ‘কেন রি-ভার্জিনিটি সার্জারি করাতে চান?’ জানতে চাওয়ায় কসমেটিক সার্জন জবাব পেয়েছিলেন, ‘চার বছর ধরে বয়ফ্রেন্ডের সঙ্গে নিয়মিত শারীরিক সম্পর্কে ছিলাম। এখন অন্য একজনের সঙ্গে বিয়ে হচ্ছে। চাই না আমার স্বামী আমার সেই জীবনযাত্রার কথা জানুক। বা আমার শরীর নিয়ে বিশেষ করে গোপনাঙ্গ নিয়ে ওঁর কোনও অভিযোগ থাকুক।’

 

প্রথম স্ত্রীর সঙ্গে ডিভোর্স হওয়ার পর দ্বিতীয় বিয়ের আগে কসমেটিক সার্জনের দ্বারস্থ হয়েছিলেন বছর পঁয়ত্রিশের এক যুবক। পুরুষাঙ্গ দীর্ঘ করতে গিয়েছিলেন তিনি। তাঁর বক্তব্য ছিল, ‘আমার পুরুষাঙ্গ ছোট হওয়ায় প্রথম স্ত্রী ছেড়ে চলে গেছে। দ্বিতীয়বার বিয়ে করতে চলেছি। আবার একই অভিজ্ঞতা হোক, চাই না।’

প্রশ্নঃ আমি যখন আমার গার্ল ফ্রেন্ড এর সাথে কথা বলি আমার পুরুষাঙ্গ দিয়ে একপ্রকার পানি বের হয় এটা কি কোন সমস্যা ? পড়ুন বিস্তারিত

 

পড়ুন  বেশিক্ষণ “চেপে” রাখলে কী ক্ষতি হতে পারে আপনার জানুন?

উপরের ঘটনা দু’টি ভারতের খাস বাঙ্গালি শহর কলকাতার। আগে যারা সেক্স নিয়ে খোলাখুলি আলোচনায় নাক কুঁচকোতো, এখন সেখানকার সেই মধ্যবিত্ত বাঙালিরাই ভিড় করছেন কসমেটিক সার্জনদের ক্লিনিকে। যৌনাঙ্গকে সঙ্গীর কাছে আকর্ষণীয় করে তুলতে।

নারীদের গোপনাঙ্গ সুস্থ্য ও সুন্দর রাখবে যে ৫ টি খাবার জেনে  নিন

female sexual body

নারীর গোপনাঙ্গ বা যৌনাঙ্গের কথা শুনে হয়তো অনেকেই অবাক হবেন। কিন্তু আমরা হয়তো ভুলে যাই নারীদেহে প্রতিটি অংশের পাশাপাশি সুস্থ গোপনাঙ্গ বা যৌনাঙ্গ খুব প্রয়োজন, কারণ এখানেও দেখা দিতে পারে দুর্গন্ধ কিংবা ক্যানসারের মতো আরও ভয়ংকর কিছু রোগ। তাই অবশ্যই দেহের এই অংশটির সুস্থতা অনিবার্য। তাহলে জেনে

গোপনাঙ্গের সৌন্দর্য

Loading...

গোপনাঙ্গের সৌন্দর্য বাড়াতে নারীরা যা করছেন

ক্লিনিকগুলোর পরিসংখ্যান তলিয়ে দেখলে দেখা যাবে, ‘ভার্জিনিটি’ ফিরিয়ে আনতে হাইমেনোপ্লাস্টি বা ভ্যাজাইনার গঠন সুন্দর করতে ভ্যাজাইনোপ্লাস্টির আবেদন গত এক দেড়-বছরে বেড়েছে বেশ কয়েকগুণ। উচ্চবিত্তরা নন, কাস্টমার মূলত মধ্য ও উচ্চমধ্যবিত্ত মহিলারাই। ঠিক কোন বয়সের মহিলারা চাইছেন এ ধরনের অস্ত্রোপচার করাতে? ‘অল্পবয়সি, কলেজ পড়ুয়া অবিবাহিতা মেয়ে তো বটেই, আজকাল মধ্যবয়স্ক মহিলা বিশেষত যাঁরা দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন এবং যাঁদের ইতোমধ্যেই একটি বা দু’টি সন্তান আছে, তাঁরা আমার কাছে আসছেন গোপনাঙ্গের সৌন্দর্য বাড়াতে বা ভ্যাজাইনোপ্লাস্টি এবং হাইমেনোপ্লাস্টি করার জন্য,’ মন্তব্য শহরের নামজাদা কসমেটিক সার্জন অরিন্দম সরকারের।

পড়ুন  Heart এর সুরক্ষায় নারীরা যে কাজগুলো করবেন

নারীদের গোপনাঙ্গ সুস্থ্য ও সুন্দর রাখবে যে ৫ টি খাবার

সঙ্গীর কাছে নিজের আবেদন বাড়ানোর তাগিদে পিছনে নেই পুরুষরাও। ‘সোনার আংটি আবার ব্যাঁকা!’ সুলভ মা-ঠাকুমাদের চিরাচরিত আহ্লাদকে দূরে সরিয়ে রেখে এখন তাঁরাও ভিড় করছেন কসমেটিক সার্জনদের ক্লিনিকে। কসমেটিক সার্জন শৌভিক অধিকারীর কথায়, ‘সম্প্রতি একটা রিপোর্টে উঠে এসেছে, বিশ্বের বিভিন্ন দেশের পুরুষের মধ্যে ভারতীয় পুরুষদের লিঙ্গ দ্বিতীয় ক্ষুদ্রতম। আর পেনিসের সাইজের সঙ্গে সেক্সুয়াল প্লেজারের একটা ওতপ্রোত সম্পর্ক আছে। এখন আর সে যুগ নেই, যখন মহিলারা তাঁদের শরীরী চাহিদাকে অবজ্ঞা করবেন বা চেপে রাখবেন। তাই তাঁরাও নিজেদের মতামত স্পষ্ট করে জানাচ্ছেন নিজের সঙ্গীকে।’ আর তাই ‘পেনিস লেন্থনিং সার্জারি’ করানোর ঝোঁক বাড়ছে পুরুষদের মধ্যেও।

কেন আচমকা এই পরিবর্তন কলকাতা শহরের মধ্যবিত্তের? গোপনাঙ্গের কালো দাগ দূর করবেন কিভাবে ?

এ বিষয়ে কসমেটিক সার্জনদের পর্যবেক্ষণ সেক্স নিয়ে চিরাচরিত ছুঁৎমার্গ কমে যাওয়া এর পিছনে একটা বড় কারণ। অরিন্দমবাবু যেমন মনে করেন, ‘দেখুন আজকালকার দিনে সেক্স অনেকটাই ওপেন। আর সেক্সুয়াল প্লেজারও। তাই অনেক অল্পবয়সি তো বটেই, সঙ্গীর কাছে নিজেকে নতুন করে তুলে ধরতে মধ্যবয়সিরাও অনেকটাই তত্‍পর আজকাল।’ আর এক বিখ্যাত কসমেটিক সার্জন শীলা রোহাতগি আবার মনে করেন, ‘এই কসমোটিক সার্জারিগুলোর খরচ ২০-৩০ হাজারের বেশি হয় না। আর আজকের মধ্যবিত্ত প্রজন্মের কাছে ওই পরিমাণ টাকা খরচটা খুব বড় ব্যাপার নয়। পাশাপাশি ইন্টারনেট অ্যাকসেস বাড়ায়, এ নিয়ে অনেক বেশি রিসার্চও করতে পারেন তাঁরা।’

পড়ুন  পিরিয়ড নিয়ে কিছু ভুল ধারণা

নারীদের যোনি টাইট বা সঙ্কোচনের উপায় কি? জেনে নিন

যোনি টাইট

নিজের যৌনাঙ্গকে ‘নবীন’ করে তুলতে শহর কলকাতা পা বাড়ালেও দিল্লি-মুম্বাইকে পেছনে ফেলতে পারেনি এখনও। কারণ, ভ্যাজাইনোপ্লাস্টি বা হাইমেনোপ্লাস্টির গণ্ডি টপকে এখন তাঁরা ভ্যাজাজিলিং-এর (স্টোন, ক্রিস্টাল বসিনে ভ্যাজাইনা বা যোনিকে সুন্দর করে সাজানো) ক্রেজে মেতেছেন। ভবিষ্যতে কলকাতাও হয়তো মাতবে তা নিয়ে। অপেক্ষা আর একটু স্বাবলম্বী হওয়ার।

ফেসবুক কমেন্ট

comments

About সাদিয়া প্রভা

সাদিয়া প্রভা , ইন্ডিয়ার Apex Group of Institutions এর BBA এর ছাত্রী ছিলাম। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিয়সক তথ্য নিয়ে লেখালেখি করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.